Site icon Jamuna Television

উত্তর প্রদেশে ধুমধাম করে দুই কুকুরের বিয়ে

ছবি: সংগৃহীত

ধুমধাম করে কাল্লু এবং ভুরি নামে দুটি কুকুরের বিয়ে দেওয়া হলো। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের আচার-অনুষ্ঠানের মতোই ছিল সব আয়োজন। খবর টাইমস নাউ নিউজের।

খবরে বলা হয়, রীতিমত বরপক্ষ ও কনে পক্ষের বাড়িতে ‘বারাত’ নিয়েও যায়। জড়ো হয়েছিল আশপাশের লোকজনও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয় সেখানে। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয়পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভূরিভোজের।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হামিরপুর জেলার সুনখার গ্রামের দ্বারিকা দাস মহারাজের ‘বর’ কুকুর কাল্লু এবং পারচাচ গ্রামের মহন্ত অর্জুন দাসের ‘কনে’ কুকুর ভুরির এই বিচিত্র বিয়েতে অন্তত ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। গহনা পরানোও হয়েছে ‘কনে’ কুকুরকে। তবে কেন ঘটা করে কুকুর দুটির বিয়ে দেয়া হলো তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের এই ভিডিও এরই মধ্যে প্রায় তিন লাখ মানুষ দেখেছেন। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version