Site icon Jamuna Television

১৯ বছর পর ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

দীর্ঘ ১৯ বছর পর টাঙ্গাইলে এক গৃহধূর ধর্ষণ মামলায় তিন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিশেষ পিপি এডভোকেট নাসিমুল আক্তার নাসিম জানান, বিগত ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের আরাধন সূত্রধরের স্ত্রী বাসায় একা ছিল। এ সময় একই গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া তাকে গণধর্ষণ করে।

পরে আরাধন সূত্রধরের স্ত্রী টাঙ্গাইল আদালতে নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে। পরে দীর্ঘ সময় মামলা চলার পর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা টাঙ্গাইল কারাগারে রয়েছে।

Exit mobile version