Site icon Jamuna Television

চট্টগ্রামে হামলার শিকার জোনায়েদ সাকি

চট্টগ্রামে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। এতে তিনিসহ আহত হয়েছেন সংগঠনটির বেশ কয়েকজন।

মঙ্গলবার (৭জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেটে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে যান জোনায়েদ সাকি। ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন যুবক। পিটিয়ে রক্তাক্ত করা হয় তাকে। ভাঙচুর করা হয় সাকির গাড়িও। এতে সংগঠনের অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন সাকি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএন

Exit mobile version