Site icon Jamuna Television

এবার গাজায় ইসরায়েলের বিমান হামলা

বিক্ষোভকারী নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর পর এবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা গত রাতে গাজায় একাধিক লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করেছে।

দখলদার সেনাদের দাবি, তারা হামাসের নিয়ন্ত্রণাধীন অস্ত্র উৎপাদনে ব্যবহৃত অবকাঠামোতে হামলা চালিয়েছে।

তবে হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত সোমবার ইসরায়েলে বর্বরতায় ৬০ জন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিক্ষোভরত সাধারণ মানুষের ওপর গুলি চালায় সেনাবাহিনী। নিহতেদের মধ্যে ৮ মাসের বাচ্চাও রয়েছে।

আহত হয়েছেন ২ হাজার ফিলিস্তিনি আহত হন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কেউ কেউ পঙ্গুত্ব বরণ করতে পারেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Exit mobile version