Site icon Jamuna Television

কালীগঞ্জে নির্মাণাধীন ব্রিজ ধসে নিহত এক, আহত কমপক্ষে ১০

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন একটি ব্রিজ ধসে নির্মাণ শ্রমিক লিয়াকত প্রামানিক (৩০) নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন শ্রমিক আহত হয়েছেন। নিহত লিয়াকত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরহা গ্রামের ছাত্তার প্রামাণিকের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত শ্রমিকের লাশ রাতে উদ্ধার করেছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে অতি বৃষ্টি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে গার্ডার ভেঙ্গে ঢালাই ও রডসহ নির্মাণাধীন ব্রিজটি ধসে খালে পড়ে যায়। আহতরা হলেন- ফরিদ (৩৫), শ্রীবাস হালদার (৩৩), শামসু (৪০), আলমগীর (২৫) ও নাইম ইসলামসহ (১৮) আরও ৫ শ্রমিক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ও আহত শ্রমিকেরা জানান, গত কয়েকমাস যাবত কালীগঞ্জের বক্তারপুর-বড়নগর বাইপাস সড়কের মোহানী এলাকার সুবাইদা খালের ওপর একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার টানা বৃষ্টির মধ্য ৮/১০ জন নির্মাণ শ্রমিক রড বেঁধে ঢালাইয়ের কাজ করছিল। সন্ধ্যার দিকে হঠাৎ গার্ডার ভেঙ্গে ব্রিজের রড ও ঢালাই ধসে পড়ে। এতে ওই খালের পানিতে নির্মাণসামগ্রীর নীচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক লিয়াকত নিখোঁজ হয়। এ সময় অন্য শ্রমিকেরা লাফালাফি করে ব্রিজ থেকে নেমে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভারি যন্ত্রপাতি নিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। পরে দীর্ঘসময় চেষ্টা চালানোর পর রাত সাড়ে ৯টায় ব্রিজের নীচে চাপা পড়া নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানান, এলজিইডি’র তত্ত্বাবধানে প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে এ ব্রিজের নির্মাণ কাজ ২০২১ সালে শুরু হয়। চলতি বছরের আগস্ট মাসে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ইউএইচ/

Exit mobile version