Site icon Jamuna Television

নিরাপত্তা বাহিনীর অভিযানে জম্মু-কাশ্মিরে দুই চরমপন্থী নিহত

ছবি: সংগৃহীত

ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে জম্মু-কাশ্মিরে দুই চরমপন্থী নিহত হয়েছে। মঙ্গলবার উপত্যকার কুপওয়ারা জেলায় চলে এ চিরুনি অভিযান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, নিহতরা দু’জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘লস্কর ই তৈয়বা’র সদস্য। একজন পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী। তাকে তোফায়েল হুসেইন নামে শনাক্ত করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

অন্যদিকে, স্থানীয় চরমপন্থী ট্রাল এলাকার বাসিন্দা। তাদের অবস্থান নিশ্চিতের পরই যৌথ চিরুনি অভিযান চালায় কাশ্মির পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। দফায়-দফায় গোলাগুলি হওয়ার পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুই চরমপন্থীর মরদেহ।

সম্প্রতি কাশ্মির উপত্যকায় বেড়েছে হিন্দু সম্প্রদায় এবং অন্য রাজ্যের বাসিন্দাদের ওপর হামলার ঘটনা। চলতি মাসেই গুপ্তহত্যার শিকার হয়েছেন কমপক্ষে ৯ জন।

ইউএইচ/

Exit mobile version