ছবি: সংগৃহীত
চট্টগ্রামে এবার আগুনে পুড়লো ৬টি জুতার কারখানা। বুধবার সকাল ৫টায় নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও ৬টি জুতার কারখানা ও একটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সংস্থাটি জানায়, আবাসিক এলাকায় কারখানা করার নিয়ম না থাকলেও পূর্ব মাদারবাড়ির মালম মসজিদ এলাকায় বেশ কিছু জুতার কারখানা গড়ে উঠেছে। নিয়ম বহির্ভূত ও অনুমতি ছাড়া এই কারখানাগুলো গড়ে ওঠায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।
ইউএইচ/
Leave a reply