Site icon Jamuna Television

পুরোপুরি নিভে গেছে সীতাকুণ্ডের আগুন: সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

প্রায় চারদিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে লাগা আগুন পুরোপুরি নেভানো হয়েছে। বুধবার (৮ জুন) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম জানায়, গতকাল পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণে থাকা আগুন আজ সকালে নেভানো গেছে। এর ফলে ডিপোর কোনো অংশে আর আগুন জ্বলছে না। তবে এখনো স্থানটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এই জন্য ডিপো এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কন্টেইনারগুলোয় দাহ্য পদার্থ পরীক্ষার পাশাপাশি ভেঙে পানি দেয়া হচ্ছে। একই সাথে আর কোনো মরদেহ বা দেহাবশেষ আছে কিনা তারও সন্ধান চলছে।

এদিকে, বিএম কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে। বুধবার (৮ জুন) ভোররাতে চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম মাসুদ রানা। তার গ্রামের বাড়ি জামালপুরে। তিনি ডিপোতে পণ্য লোড-আনলোডের কাজ করতেন।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল।

ইউএইচ/

Exit mobile version