Site icon Jamuna Television

জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক ফজলে এলাহী

সাংবাদিক ফজলে এলাহী। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুন) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার গণমাধ্যমকর্মী ফজলে এলাহীকে বুধবার সকালে কোতোয়ালী থানা থেকে রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে আনা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের কাঁঠালতলীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কাঁপাস মহল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মামলায় ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে।

/এম ই

Exit mobile version