Site icon Jamuna Television

ইনস্টাগ্রামে নতুন রেকর্ড কোহলির, সামনে কেবল মেসি ও রোনালদো

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে নতুন রেকর্ড গড়লের ভিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে ২০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। অ্যাথলেটদের মধ্যে ইনস্টাগ্রামে তার চেয়ে বেশি ফলোয়ার আছে কেবল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।

অবশ্য কেবল প্রথম ভারতীয়ই নয়, প্রথম ক্রিকেটার হিসেবেই এত বেশি ফলোয়ারের মালিক হলেন ভিরাট কোহলি। সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে পুরো এশিয়া মহাদেশে ভিরাট কোহলির চেয়ে বেশি ফলোয়ার নেই কারও। ক্রীড়াবিদদের মধ্যে তার চেয়ে বেশি ফলোয়ার আছে কেবল লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর।

ইনস্টাগ্রামের বাইরে ফেসবুকে ৪৯ মিলিয়ন ফলোয়ার আছে কোহলির। এছাড়া টুইটারে কোহলির ফলোয়ার সংখ্যা ৪৮ মিলিয়ন। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার সমৃদ্ধ ব্যক্তিত্বের মধ্যে পুরো বিশ্বে কোহলির অবস্থান ১৭তম।

ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেও মাঠে সময়টা ভালো কাটছে না কোহলির। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর তাকে ওয়ানডের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয় বোর্ড। অভিমান নিয়ে টেস্টের নেতৃত্বও ছাড়েন কোহলি নিজেই। আইপিএলে খারাপ সময় পার করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে কোহলিকে।

আরও পড়ুন: একটি বাজে দিনেই শেষ হতে পারে শিরোপা স্বপ্ন, শোয়েবের সতর্কবার্তা

/এম ই

Exit mobile version