Site icon Jamuna Television

ইরানে একদিনে ১২ কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতীকী ছবি।

একদিনে ১২ কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার (৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছে নরওয়েভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটস।

ইরানের মানবাধিকার ইনস্টিটিউটের (আইএইচআর) বরাত দিয়ে জানানো হয়, দেশটির সাথে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিসতান বালুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে কার্যকর করা হয়েছে আসামিদের সাজা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকলেই বালুচ এবং জাতিগত সংখ্যালঘু বলে জানিয়েছে ভয়েস অব ইরান। সাজাপ্রাপ্তদের মধ্যে এক নারীও রয়েছেন। মাদক ও হত্যা মামলায় সংশ্লিষ্টতায় জেরে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের। তবে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি তেহরান। দেশটির কোনো গণমাধ্যমেও প্রকাশ করা হয়নি এ খবর।

এদিকে, এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, ধর্মীয় সংখ্যালঘুরা রাজনৈতিক বিদ্বেষের শিকার হচ্ছে দেশটিতে। ইরান হিউম্যান রাইটসের জরিপ অনুযায়ী, ইরানে ২০২১ সালে ৩৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে; যা ২০২০ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি।

আরও পড়ুন: ইসলাম বিদ্বেষী মন্তব্য: ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালো আরও দু’টি মুসলিম দেশ

/এম ই

Exit mobile version