Site icon Jamuna Television

আদিবাসীদের সাথে নাচলেন মমতা

ছবি: সংগৃহীত

এবার আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচে অংশ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (৮ জুন) আলিপুরদুয়ারে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেন তৃণমূল নেত্রী মমতা।

অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন তিনি। কথা বলেন পাত্র-পাত্রী এবং আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে। তারপর মঞ্চে গিয়ে আদিবাসী নারীদের সাথে নাচে অংশ নেন। পা মেলান ধামসা-মাদলের সাথে।

অনুষ্ঠানে নবদম্পতিদের আশীর্বাদ করেন মমতা। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রত্যেক দম্পতিকে রূপশ্রী প্রকল্পের আওতায় ২৫ টাকা করে দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে তৃণমূল সরকার আদিবাসীদের উন্নয়নে কী পদক্ষেপ নিয়েছে সেই খতিয়ান তুলে ধরেন মমতা। বলেন, আদিবাসীদের জমি কেড়ে নেয়া নিষিদ্ধ করেছে তার সরকার। শেষে বলেন, আপনারা ভালো থাকলে আমিও ভালো, আপনারা খারপ থাকলে আমি কোথায় যাব? সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন: ইসলাম বিদ্বেষী মন্তব্য: ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালো আরও দু’টি মুসলিম দেশ

জেডআই/

Exit mobile version