Site icon Jamuna Television

বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের আজও ধর্মঘট চলছে

১৩ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে ৬ষ্ঠ দিনেও।

আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ ১৩ দফা দাবি পূরণে গেল ১৩ মে থেকে আন্দোলনে নামে শ্রমিকরা। তাদের সাথে আন্দোলনে যোগ দেন স্থানীয়রাও। গত ১৫ মে আন্দোলনরত শ্রমিকদের সাথে কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় পার্বতীপুর থানায় ৩৫ শ্রমিককে আসামি করে মামলা করেছে কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের কথা জানিয়েছে শ্রমিকরা। এদিকে, শ্রমিকদের অনির্দ্রিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে কয়লা লোড-আনলোড কার্যক্রম ।

Exit mobile version