Site icon Jamuna Television

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন আরও ৪ জনের

দণ্ডপ্রাপ্ত আসামিরা।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে এক ব্যবসায়ী হত্যা মামলায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং একই মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- রেজাউল ইসলাম, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। তবে মামলার দুই আসামি রেজভী ও রেজাউল ইসলাম পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের মনিরুজ্জামানকে তার ভায়রাভাই আসামি রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলোক বেগমসহ অন্যান্যরা মিলে ২০১০ সালের ১২ সেপ্টেম্বর নৃশংসভাবে হত্যা করে। এরপর আসামিরা মনিরুজ্জামানের লাশ স্থানীয় মহেশখালী দক্ষিণপাড়ে ফেলে দেয়। লাশের সন্ধান পাওয়ার পর মনিরুজ্জামানের বাবা থানায় মামলা দায়ের করেন।

এসজেড/

Exit mobile version