Site icon Jamuna Television

৪০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুতের স্মার্ট মিটার সেবা

গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে সিস্টেম আপগ্রেডেশনের জন্য প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে ৪০ ঘণ্টা। এজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত গ্রাহকসেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য শুক্রবার (১০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১১ জুন) রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া যেকোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টারের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ডিপিডিসির পক্ষ থেকে স্মার্ট মিটার ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করা হয়।

/এমএন

Exit mobile version