Site icon Jamuna Television

কারাগারে পুলিশি নির্যাতনের অভিযোগে থাইল্যান্ডের ৬ পুলিশ সদস্যের যাবজ্জীবন

থাইল্যান্ডের একটি আদালত সেদেশের ছয় পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় এক ব্যক্তিকে নির্যাতন ও হত্যার অপরাধে বুধবার (৮ জুন) এ রায় দেয় আদালত।

সাজাপ্রাপ্তদের মধ্যে একজন দেশটির বেশ প্রভাবশালী ব্যক্তি। দামি স্পোর্টস কার সংগ্রহের জন্য তিনি জনপ্রিয়। গেল আগস্ট মাসে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় থাইল্যান্ডজুড়ে শুরু হয় তোলপাড়।

পরে নাখোন সাওয়ান প্রদেশের পুলিশ প্রধানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনের অপব্যবহার, নির্যাতন চালিয়ে হত্যাসহ বেশকয়েকটি অভিযোগ উঠে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। তবে তারা বলেন, পুলিশের পক্ষ থেকে মাত্র ৬ লক্ষ থাই বাথ ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাবে তারা অখুশি। তারা ১০ লাখ থাই মুদ্রা দাবি করেছিলেন।

এটিএম/

Exit mobile version