Site icon Jamuna Television

জয়পুরহাটে সাঁতার শিখতে গিয়ে নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বৈশাখী তুরি নামের ১১ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে উপজেলার ছোট যমুনা নদীর বড়মানিক ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। বৈশাখী তুরি উপজেলার দমদমা এলাকার নিখীল তুরির মেয়ে এবং বালিঘাটা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

নিহত বৈশাখীর মা অঞ্জলি তুরি বলেন, প্রতিদিনের মত আজকেও স্কুলের টিফিনের সময় আমার মেয়ে বাড়িতে এসেছিলো।কিছুক্ষণ পর মেয়ে আমাকে বলে কয়েকজন সহপাঠীদের সঙ্গে নদীতে সাঁতার শিখতে যাবে। তারপর লাশ হয়ে বাড়িতে ফিরলো আমার মেয়ে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সহপাঠীদের সঙ্গে ছোট যমুনা নদীতে গোসল করতে নামে বৈশাখী তুরি। গোসল করার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এটিএম/

Exit mobile version