ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি

|

মনোজ তিওয়ারি। ছবি: সংগৃহীত

এক ইনিংসে ৯টি অর্ধশতক হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো পশ্চিমবঙ্গের রঞ্জি দল। ভাঙলো ১২৯ বছরের পুরোনো রেকর্ড। চলমান রঞ্জি ট্রফিতে ঝাড়খন্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছে বেঙ্গল। ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে অর্ধশতকের দেখা পান দলের ৯ ক্রিকেটার।

এই সংস্করণে আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ১৮৯৩ সালে অক্সফোর্ড এন্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অর্ধশতক করেছিলেন ৮ অজি ক্রিকেটার। এবার সেই রেকর্ড নতুন করে লিখলো বেঙ্গল। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৭টি অর্ধশতকের ঘটনা আছে ২৭টি।

যদিও ৯টি অর্ধশতক হিসেব করা হয়েছে দুইটি সেঞ্চুরিসহ। ম্যাচে সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলেছেন ওয়ান ডাউনে নামা সুদিপ কুমার। আর ১১৭ রানের ইনিংস চারে নামা অনুষ্টুপ কুমারের। দলের দুই ওপেনার অভিষেক রমন ও অভিমন্যু ঈশ্বরন করেছেন যথাক্রমে ৬১ ও ৬৫ রান। এছাড়া মনোজ তিওয়ারি ৭৩, অভিষেক পোড়েল ৬৮ ও শাহবাজ আহমেদ করেন ৭৮ রান। এছাড়া শয়ন মণ্ডল ও আকাশ দীপ দু’জনেই ৫৩ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে ৭৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বেঙ্গল।

আরও পড়ুন: যে রেকর্ডে রোনালদো, মেসির পরই কোহলি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply