Site icon Jamuna Television

এশিয়া কাপ বাছাই; গোলরক্ষক জিকোর দৃঢ়তার পরও হারলো বাংলাদেশ

এশিয়া কাপ বাছাইয়ে শক্তিশালী বাহরাইনের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করলো বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল আদায় করে বাহরাইন।

র‍্যাঙ্কিংয়ে বাহরাইন ও বাংলাদেশের মধ্যে পার্থক্য ৯৯। যার স্পষ্ট প্রভাব ছিল মাঠের খেলায়। মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে বাহরাইন। বলের দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল দেশটি। গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অসাধারণ কিছু সেভে ম্যাচের ৩৩ মিনিট পর্যন্ত গোলমুখ অক্ষত থাকে বাংলাদেশের।

এরপর আল হারামার দুর্দান্ত এক হেডে প্রতিরোধ ভাঙে ক্যাবরেরা শিষ্যদের। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। স্কোর শিটে নাম তোলেন আল আসওয়াদ। বিরতির পর একাদশে বেশ কিছু পরিবর্তন আনে বাংলাদেশ। শেষ দিকে কয়েকটি আক্রমণ চালালেও আসেনি কাঙ্খিত গোল।

আরও পড়ুন: ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান , টুটুল হোসেন, বিশ্বনাথ ঘোষ, ইয়াছিন আরাফাত, রিমন হোসেন, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান, বিপলু আহমেদ, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন।

জেডআই/

Exit mobile version