Site icon Jamuna Television

টঙ্গীতে কাজ করতে উঠে খুঁটির ওপরই ঝলসে গেল ২ বিদ্যুৎকর্মীর শরীর

আহত বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ব্যাংকের মাঠে বস্তি এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটির ওপরই ঝলসে গেল দুই বিদ্যুৎকর্মীর শরীর। ফায়ার সার্ভিস ও বস্তির লোকজন মিলে উদ্ধার করে প্রথমে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে এবং পরে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুতের কাজ করতে আসলে প্রথমে তিনজন কাজ শেষ করে খুঁটির ওপর থেকে নেমে যায়। পরে কন্ট্রোল রুমকে জানালে বিদ্যুতের লাইন সরবরাহ চালু করা হয়। তবে খুঁটির ওপরের কিছু লাইনে কাজ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ অবস্থায় আরও দু’জন খুঁটির ওপরে ওঠেন এবং সাথে সাথে বিদ্যুতের সংস্পর্শে এসে তারের সাথেই ঝুলতে থাকেন তারা।

এ সময় স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ওই দু’জনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।

এসজেড/

Exit mobile version