Site icon Jamuna Television

সারাদেশে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত। ভোরের দিকে তাঁতীপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-৫ জানায়, গতরাত থেকে মাদকবিরোধী অভিযানে নামে র‍্যাব সদস্যরা। একটি দল ঘাট এলাকায় পৌঁছলে মাদকব্যবসায়ীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আহত একজনকে হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় তার। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, চট্টগ্রামের বরিশাল কলোনিতে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছে। র‍্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। র‍্যাব-৭ জানায়, একটি আস্তানায় বিপুল পরিমাণ মাদকের মজুত আছে, এমন খবর পেয়ে গতরাতে অভিযান চালান তারা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। র‍্যাবও পাল্টা গুলি চালালে দুই জন নিহত হয়।

Exit mobile version