Site icon Jamuna Television

সেভেরোদোনেৎস্কে নির্ধারণ হবে দোনবাসের ভাগ্য: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

সেভেরোদোনেৎস্কে নির্ধারণ হবে দোনবাসের ভাগ্য। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এক ভিডিওবার্তায় দাবি করেন, অঞ্চলটিতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিও করেছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জেলেনস্কি বলেন, দোনবাসে প্রতিরোধের কেন্দ্র সেভেরোদোনেৎস্ক। শত্রুপক্ষে হতাহতের সংখ্যা অনেক। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুব কঠিন। এটা বলা সম্ভব নয় যে, রাশিয়া শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। লড়াই চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি সোমবার রাতে এক ভিডিও বার্তায় বলেছিলেন, আমাদের বীররা সেভেরোদোনেৎস্কে তাদের অবস্থান ছেড়ে দিচ্ছে না।

শহরের মেয়র ওলেক্সান্ডার স্ট্রিউক মঙ্গলবার ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করেছে এবং লাইন ধরে রেখেছে।

লুহানস্ক প্রদেশের উপর পূর্ণ আধিপত্য ধরে রাখার জন্য মস্কোর প্রচেষ্টার জন্য সেভেরোদোনেৎস্কের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সপ্তাহ আগে, রুশ বাহিনী শহরের ৭০ ভাগ দখল করেছিল, কিন্তু ইউক্রেনের একটি পাল্টা আক্রমণ মস্কোর সৈন্যদের পিছনে ঠেলে দেয়, যার ফলে শহরের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে তা নিয়ে সংশয় দেখা দেয়।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ অভিযান। এখন পর্যন্ত ৪ হাজার ২৫৩ বেসামরিকের মৃত্যুর তথ্য জানিয়েছে জাতিসংঘ।

ইউএইচ/

Exit mobile version