Site icon Jamuna Television

ইরানে পরিবারের মান-সম্মান রাখতে নারী হত্যার ঘটনা বাড়ছে

ছবি: সংগৃহীত

মানবাধিকার কর্মীরা সতর্ক করে দিয়েছেন যে, ইরানে পরিবারের সম্মান রক্ষার নামে নারী হত্যার ঘটনা বাড়ছে। পরিবারের সদস্যরাই তাদের মান-সম্মান রক্ষার জন্য এ ধরনের হত্যাকাণ্ড ঘটায়। একে বলা হয় অনার কিলিং। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যরা মনে করে ওই নারীর আচরণ কিংবা কাজের কারণে তাদের সম্মানহানি হচ্ছে। এ কারণেই তারা তাকে হত্যা করে।

গত ফেব্রুয়ারি মাসে মুনা হাইদারি নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা করার পর ইরান সরকারের পক্ষ থেকে এসব অনার কিলিংয়ের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তার পরেও অন্তত দুজন নারীকে হত্যা করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version