Site icon Jamuna Television

মুম্বাইয়ে ভবনধসে কমপক্ষে একজন নিহত, আহত ১৬

ভারতের মুম্বাই নগরীতে বহুতল ভবনধসে প্রাণ হারালেন কমপক্ষে একজন, এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন চারজন। গুরুতর আহত অবস্থায় ১৬ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জুন) গভীর রাতে শাস্ত্রী নগর এলাকায় হঠাৎই ধসে পড়ে ভবনটি। পৌর কর্তৃপক্ষ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। বাকিদের চলছে চিকিৎসা।

অন্যান্যদের সন্ধানে বহাল রয়েছে উদ্ধার অভিযান। এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

ভবনধসের সঠিক কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বল অবকাঠামোর জন্যেই এ দুর্ঘটনা ঘটেছে।

/এডব্লিউ

Exit mobile version