Site icon Jamuna Television

একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত, কিশোরীকে কীটনাশক খাইয়ে পালালেন প্রেমিক

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, যশোর:

পরিবার প্রেমের সম্পর্ক না মেনে নেয়ায় একসাথে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় প্রেমিক-প্রেমিকা। পরিকল্পনা অনুযায়ী, বুধবার (৮ জুন) সকাল ১০টায় পরীক্ষা না দিয়ে কীটনাশক নিয়ে স্কুলের পিছনে যায় দু’জন। সেখানে যাওয়ার পর প্রেমিক কীটনাশক তুলে দেয় প্রেমিকার হাতে। প্রেমিকা ওই কীটনাশক পান করার পরপরই পালিয়ে যায় প্রেমিক।

ঘটনাটি ঘটেছে যশোর জেলার চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে। অসুস্থ প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই প্রেমিকা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

কীটনাশক পানে অসুস্থ মেয়েটির মা জানিয়েছেন, তার স্কুল পড়ুয়া মেয়ের সাথে জগদীশপুর গ্রামের টগর নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তারা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কোনো পক্ষই তাদের বিয়ে মেনে নিতে রাজি হয়নি।

তিনি বলেন, বুধবার সকাল ১০টায় টগর তার মেয়েকে স্কুলের পিছনের মাঠে ডেকে নিয়ে জানায় তারা দুইজন একসাথে কীটনাশক পান করে আত্মহত্যা করবে। সে নিজে কীটনাশক কিনে আনে। টগর তার মেয়ের হাতে কীটনাশক তুলে দিলে সে তা পান করে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় টগর পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে স্থানান্তর করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version