ভেনেজুয়েলার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী তুর্কিয়ে

|

ভেনেজুয়েলার ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধী তুর্কিয়ে। বুধবার (৯ জুন) এ মন্তব্য করেন তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইউরেশিয়া সফরের অংশ হিসেবেই আঙ্কারায় অবস্থান করছেন লাতিন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরই মধ্যে, ব্যাংকিং, কৃষি এবং পর্যটন খাতে তিনটি চুক্তি সই করেছে মিত্র দেশগুলো।

সম্প্রতি তুর্কিয়ে ও ভেনেজুয়েলার মধ্যে দৃঢ় হয়েছে অর্থনৈতিক-কূটনৈতিক সম্পর্ক। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হাতেগোনা কয়েকটি দেশে রয়েছে ভেনেজুয়েলার প্রবেশাধিকার। রাশিয়া-ইরানের পরই সে তালিকায় রয়েছে তুর্কিয়ে। তাই নিষেধাজ্ঞা ইস্যুতে মিত্রের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এরদোগান প্রশাসন।

তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ভেনেজুয়েলার ওপর সেকেলে এবং একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিরোধী আমরা। দেশটির প্রেসিডেন্টকে আবারও আশ্বস্ত করতে চাই, ভাইয়ের মতো সমর্থন দিয়ে যাবো। পুনরায় সমাজতান্ত্রিক রাষ্ট্রটির ওপর কোনো আঘাত এলে অবশ্যই উপযুক্ত জবাব পাবে পশ্চিমা বিশ্ব।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply