Site icon Jamuna Television

ভোটে অনিয়মের জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট করা হলে নির্বাচন ব্ল্যাকআউট করে দেয়া হবে: সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

ভোটে অনিয়মের জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট করা হলে নির্বাচন ব্ল্যাকআউট করে দেয়া হবে, সে সাহস ইসির আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে নির্বাচন পর্যবেক্ষকদের সাথে ইসির সংলাপে তিনি এসব কথা জানান।

এ সময় সিইসি বলেন, কমিশন বিশ্বাস করে সরকার ও দলের মধ্যে পার্থক্য রয়েছে। সেই বিভাজন ভুলে গেলে চলবে না। ভোটের সময় সরকার হিসেবে সহযোগিতা করতে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে, সংলাপে পর্যবেক্ষকদের পক্ষ থেকে বিএনপিসহ সব দলকে নির্বাচনে আনার বিষয়ে ব্যবস্থা নিতে ইসিকে পরামর্শ দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version