Site icon Jamuna Television

খুলনা সিটির স্থগিত তিন কেন্দ্রে ভোট ৩০ মে

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জালভোট ও অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে আগামী ৩০ মে ভোটগ্রহণ হবে।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন চলাকালে অনিয়মের কারণে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

কেন্দ্রগুলো হল- ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র।

তিনি জানান, স্থগিত হওয়া এসব কেন্দ্রের ভোটগ্রহণ ৩০ মে অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।

Exit mobile version