Site icon Jamuna Television

কে কত দ্রুত পিজ্জা বানাতে পারেন তাই নিয়ে লড়াই

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের পছন্দের খাবার পিজ্জা। এবার সেই পিজ্জার শেফদের নিয়ে প্রতিযোগিতা চলছে আর্জেন্টিনায়। ইন্টারন্যাশনাল পিজ্জা শেফ কনটেস্ট নামের এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় রয়েছে বেশ কয়েকটি সেগমেন্ট। কে কত দ্রুত আর নিখুঁত পিজ্জা বানাতে পারেন তাই নিয়েই লড়াই শেফদের মাঝে।

শুধু সুস্বাদু পিজ্জা তৈরীই নয়, প্রতিযোগীদের লড়াইয়ে নামতে হয় নরম এবং মাপমতো ডো তৈরিতে। আবার কোনো সেগমেন্টে রয়েছে কে কত দ্রুত পিজ্জা তৈরি করতে পারেন। তবে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় লড়াই চলে শেফদের পিজ্জা নিয়ে নানা কসরত করা নিয়ে। পিজ্জা ডো হাতে কে কতটা নান্দনিক খেলা দেখাতে পারেন তাই নিয়ে চলে লড়াই।

এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, চিলিসহ বিভিন্ন দেশের দেড়শ প্রতিযোগী। ব্রাজিল থেকে অংশ নেয়া প্রতিযোগী জানালেন, এরপর তার লক্ষ্য ইতালিতে পিজা শেফ বিশ্বকাপে অংশ নেয়া। অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত বাকি প্রতিযোগীরাও।

/এডব্লিউ

Exit mobile version