বিয়েবাড়িতে তরুণীর সাথে কথা বলায় মাথা ন্যাড়া করে আলকাতরা মাখিয়ে দেয়ার অভিযোগ

|

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুুয়াখালীর গলাচিপায় বিয়ে বাড়িতে এক তরুণীর সাথে কথা বলার অভিযোগে দুই যুবকের মাথা ন্যাড়া করে আলকাতরা মেখে দেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীদের একজন।

অভিযোগে বলা হয়, বুধবার বিকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমো স্লুইসগেট বাজারে চরবাংলা গ্রামের দুই যুবকের মাথা কামিয়ে আলকাতরা লাগিয়ে গ্রামছাড়া করেন স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম গাজী। ঘটনার দিন বিকেলে চরবিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবাসনে একটি বিয়ে বাড়িতে যান ওই দুই যুবক। এসময় পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সাথে কথা বলতে দেখে মেয়ের ভাই ও আরও কয়েকজন ঐ তাদের ধরে নিয়ে যায় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সায়েম গাজীর কাছে। পরে স্থানীয় বাজারের জনসাধারণের সামনে সায়েম গাজীর নির্দেশে মো. হযরত মাঝি ও হাদী হাওলাদার মিলে তাদের মাথা কামিয়ে আলকাতরা লাগিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেন।

ভুক্তভোগী দুই যুবক বলেন, ঐ মেয়ের পূর্বপরিচিত, তাই কথা বলেছিলাম। এই অপরাধে মেয়ের বড়ভাই ধরে মেম্বার সায়েম গাজীর কাছে নিয়ে গেলে তাদের মারধর করে মাথার চুল কামিয়ে আলকাতরা লাগিয়ে গ্রামছাড়া করেন। লোকলজ্জার ভয়ে তারা এখন লোকালয় থেকে পালিয়ে থাকেন বলেও জানালেন তারা।

এ ঘটনায় আদালত তাদের মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে ২ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় ৮নং ওয়ার্ডের মেম্বার আবু সায়েম গাজী, হাদি হাওলাদার এবং হযরত হাওলাদারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আবু সায়েম গাজীর মোবাইল ফোন বন্ধ রয়েছে।

মেয়ের ভাই মো. সাইদুল বলেন, ঐ যুবকরা আমার বোনকে মোবাইলে বিভিন্ন সময়ে বিরক্ত করতো, বিয়ে বাড়িতে তাদের পেয়ে আমরা মেম্বার সায়েম গাজীর কাছে নিয়ে গেলে তারা সেলুনের ট্রিমার দিয়ে তাদের মাথা কামিয়ে সতর্ক করেছেন। তবে আলকাতরা কে বা কারা লাগিয়েছে আমার জানা নেই।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply