Site icon Jamuna Television

এ সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা নেই: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি।

এ সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা নেই। সঠিক ব্যবস্থাপনার অভাবেই সীতাকুণ্ডের মতো ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের খোঁজ-খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, সরকারের সবচেয়ে বড় দায়িত্ব মানুষের জীবনের নিরাপত্তা দেয়া। সেই নিরাপত্তা দিতেই তারা ব্যর্থ। সীতাকুণ্ডের ঘটনা পদ্মা সেতুর উদ্বোধন বানচালের ষড়যন্ত্র দাবি করে সরকারের দেয়া বক্তব্যকে দায়সারা বলেছেন জি এম কাদের। এছাড়া চট্টগ্রামে জোনায়েদ সাকির ওপর হামলার নিন্দা জানান তিনি।

/এমএন

Exit mobile version