বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের নির্বাচিত সরকার নয় বলে এই সরকারের বাজেট দেয়ার কোনো অধিকার নেই। তাই তাদের উত্থাপিত বাজেট নিয়ে কোনো কিছু বলারও ইচ্ছে নেই।
বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর মিরপুরে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য অসুস্থ এস এ খালেককে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, জনগণের জন্য এই বাজেট নয়। কতটুকু লুটপাট করা যায়, তার জন্য ৬ লাখ কোটি টাকার বেশি বাজেট দিয়েছে সরকার।
তবে, বৃহস্পতিবার বিকেল ৫টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে চলমান ১৮তম অধিবেশনে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুর ৩টায় অধিবেশন শুরুর পর তিনি ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে
/এমএন
Leave a reply