Site icon Jamuna Television

মঠে অমানবিক পরিশ্রম, পারিশ্রমিক চেয়ে মামলা জাপানি ভিক্ষুর

জনসেবার নাম করে অমানবিক পরিশ্রম করানো হয় বলে বিশ্ব ঐতিহ্যখ্যাত জাপানের কোয়া মঠের বিরুদ্ধে অভিযোগ করেছেন বৌদ্ধ ভিক্ষু।

৪৬ বছর বয়সী ওই ভিক্ষু মঠ কর্তৃপক্ষের কাছে ৭৮ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেছেন।

মাউন্ট কোয়া মঠটি খুবই জনপ্রিয়। প্রায় সবসময়ই এখানে পর্যটকদের ভিড় থাকে। ২০০৮ সাল থেকে এতে কর্মরত ছিলেন ওই ভিক্ষু।

তার আইনজীবী নোরিটেক শ্রিকাকুরা জানান, মঠে প্রতিদিনই কঠোর পরিশ্রম করতে হতো ওই ভিক্ষুকে। ফলে ২০১৫ সাল থেকে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

আইনজীবী আরও জানান, তার মক্কেলকে মঠে একটানা ৬৪ দিন ১৭ ঘণ্টা করে বিভিন্ন কাজ করানো হয়েছে। কিন্তু ওই সময় তাকে কোনো বিশ্রাম নিতে দেয়া হয়নি। এতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। অমানসিক পরিশ্রমের বিষয়ে তার অভিযোগ সমর্থন করেছে স্থানীয় শ্রমিক সংগঠন।

ওই ভিক্ষু মূলত মঠে আগত পর্যটকদের দেখভাল করতেন। তার নাম প্রকাশ করেননি আইনজীবী নোরিটেক।

Exit mobile version