Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ৩৮ বছর আগে ১ কন্যা শিশুকে হত্যার দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে দীর্ঘ ৮ বছর পর আবারও মৃত্যুদণ্ড কার্যকর হলো। বুধবার (৮ জুন) মার্কিন সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে দিলে ফ্রাঙ্ক অ্যাটউড নামের ৬৬ বছর বয়সী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদিন প্রাণঘাতি ইনজেকশনের মাধ্যমে নিশ্চিত করা হয় মৃত্যু। এক মাসের মধ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ রয়েছে।

আদালতের রায়ে বলা হয়, মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ১৯৮৪ সালে ভিকি লিন হসকিনসন নামে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে হত্যা করেন ফ্রাঙ্ক।

অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল মার্ক ব্রোনোভিচ বলেন, ভিকি যখন তার সাইকেলে করে বাড়ি যাচ্ছিল তখন অ্যাটউড তাকে অপহরণ করে হত্যা করে এবং তার দেহ একটি মরুভূমিতে ফেলে রাখে। প্রায় সাত মাস পরে একজন হাইকার শিশুটির দেহাবশেষ খুঁজে পান। ভিকি হত্যার আগেও দুই শিশুকে অপহরণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন অ্যাটউড।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

জেডআই/

Exit mobile version