Site icon Jamuna Television

ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়ানো কূটনীতির অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়ানো কূটনীতির অগ্রাধিকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের কাঙ্খিত গন্তব্য এখন বাংলাদেশ। জানান, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল করে তাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও মানসম্পন্ন অবকাঠামো নিশ্চিত করছে সরকার। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় সুনীল অর্থনীতির সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আর গতিশীল অর্থনীতির কারণে কোভিডের পরও শক্ত অবস্থানে দেশের অর্থনীতি।

/এমএন

Exit mobile version