বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে কর ও ভ্যাটে ছাড় দেয়া হচ্ছে

|

কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে কর ও ভ্যাটে ছাড় দেয়া হচ্ছে বাজেটে। অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরে কর্পোরেট কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেছেন।

বেশ কয়েকটি খাতে বিদ্যমান সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি ভ্যাটের হারও কমানো হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চাপে রয়েছে নিম্নমধ্যবিত্তরা। তাই দাবি ছিল মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানোর। প্রস্তাবিত বাজেটে সে দাবি এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী।

এক ব্যক্তি কোম্পানির কর্পোরেট করও ২৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২২ শতাংশ করা হয়েছে। অপরিবর্তিত থাকবে সবধরনের আর্থিক প্রতিষ্ঠান,তামাকজাত পণ্য উৎপাদন এবং মোবাইল কোম্পানির কর্পোরেট কর হার।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন: বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply