শিক্ষা খাতে বাড়লো বরাদ্ধ

|

ফাইল ছবি।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। যা চলতি অর্থবছরের চেয়ে ৯ হাজার ৪৯৫ কোটি টাকা। বর্তমান অর্থবছরে এ খাতে বরাদ্ধ দেয়া হয়েছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষা খাতে বরাদ্দের এ তথ্য তুলে করেন।

এরমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা। আর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা।

একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৭২৭ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা।

আরও পড়ুন: পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হচ্ছে

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply