Site icon Jamuna Television

ইসলামবিদ্বেষী বক্তব্য দেয়া সেই বিজেপি নেত্রীর বিরুদ্ধে মামলা

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় মামলা দায়ের হয়েছে বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে। বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নূপুর শর্মা ছাড়াও মামলা হয়েছে বেশ কয়েক জনের নামে। তালিকায় আছেন, বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল। এছাড়াও পিস পার্টির প্রধান মুখপাত্র শাদাব চৌহান, সাংবাদিক সাবা নাকভি, হিন্দু মহাসভার অফিসকর্মী পূজা শকুন পাণ্ডে, মাওলানা মুফতি নাদিম’র বিরুদ্ধে হয়েছে মামলা। তাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তৃতা, উসকানি দেয়া, সমাজের শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করে এমন পরিস্থিতি তৈরি করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, বিজেপির সাবেক কেদ্রীয় মুখপাত্র নূপুর টেলিভিশন বিতর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে অবশ্য সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করেন নূপুর।

এটিএম/

Exit mobile version