Site icon Jamuna Television

পাকিস্তানের জনপ্রিয় টিভি সঞ্চালক আমির লিয়াকত মারা গেছেন

ছবি: সংগৃহীত

৫০ বছর বয়সে মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় টিভি সঞ্চালক ও রাজনীতিবিদ আমির লিয়াকত হুসেন। করাচিতে নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর বিবিসির।

আমির লিয়াকতের মৃত্যুর ঘটনা নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। করাচিতে তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। কী কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার লাশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টেলিভিশন সঞ্চালনা থেকে নিজেকে রাজনীতির মাঠে নিয়ে গিয়েছিলেন আমির। হয়েছিলেন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) এমপিও।

ক্যারিয়ারজুড়েই বিতর্কিত ছিলেন আমির। টেলিভিশনে ঘৃণাত্মক বক্তব্যের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল। স্পষ্টভাষী এই সঞ্চালক তিনটি বিয়ে করেন। তার তৃতীয় ও সর্বশেষ করা বিয়ে প্রকাশ্যে আসলে ও ডিভোর্স হওয়ার পর আবারও বিতর্কের জন্ম দেন আমির। তার তৃতীয় স্ত্রী দানিয়া শাহ গত মাসে তাকে তালাক দিয়েছিলেন।

কর্মজীবনে পাকিস্তানের অনেক নেতৃস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেছেন আমির লিয়াকত হোসাইন। জনগণের একটি অংশের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তবে অনেকেই তার সমালোচনা করতেন।

জেডআই/

Exit mobile version