ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন সাবেক তারকা শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজনারায়ন চন্দরপল।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তারকা ক্রিকেটার জেসন হোল্ডারকে। তবে ফিটনেস উতরানো সাপেক্ষে দলের ১৩তম সদস্য হতে পারেন পেসার কেমার রোচ। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ফলে দলের পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন আলজারি জোসেফ। আছেন তরুণ জেডন সিলস। দলে ডাক পেয়েছেন কখনোই টেস্ট না খেলা ডেভন থমাস ও স্পিনার গুদাকেশ মোটি। অধিনায়ক করা হয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটকে। তার সহকারী জার্মেইন ব্ল্যাকউড।
ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্লাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জন ক্যাম্পবেল, আলজেরি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মোটি, আন্ডারসন ফিলিপ, ডেভন থমাস, জেডন সিলস ও রেমন রেইফার।
রিজার্ভ: তেজনারায়ণ চন্দরপল ও শেরমন লুইস।
জেডআই/
Leave a reply