Site icon Jamuna Television

বাজেট বেড়েছে ক্রীড়া খাতে

ক্রীড়া খাতে বেড়েছে বাজেটের আকার। ২০২২-২৩ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১২’শ ৮১ কোটি ৬৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গেল বছর যার পরিমাণ ছিল ১২’শ ৬৪ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা। এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৭ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার টাকা বেশি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকার ক্রীড়ার মানোন্নয়ন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করে আসছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ ৮টি প্রকল্প চলমান রয়েছে। প্রস্তাবিত ১২’শ ৮১ কোটি ৬৩ লাখ টাকার বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ৪’শ ৫ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ৮’শ ৭৫ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এবার কমেছে উন্নয়ন খাতে বরাদ্দ। গেল অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ৪’শ ৫৯ কোটি ১৭ লাখ টাকা।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, রিজার্ভে চন্দরপলের ছেলে

জেডআই/

Exit mobile version