মেসি-নেইমারদের কোচ হিসেবে জিদানকে চান ম্যাকরন

|

ছবি: সংগৃহীত

গেল মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাপ্রত্যাশী দল ছিল তারকাবহুল প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ভঙ্গ হয় মেসি-নেইমার-এমবাপ্পেদের। এরপর থেকেই গুঞ্জন উঠেছিলো কোচ মাওরিসিও পচেত্তিনোকে আর চায় না ফরাসি এই ক্লাবটির কর্তৃপক্ষ।

এরপরই দলটির পরবর্তী কোচ কে হবে সেটি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদান থেকে শুরু করে নাম ভাসছিলো বর্তমান রোমা কোচ হোসে মরিনহোর। তবে পিএসজির কোচ হিসেবে জিদানকেই দেখতে চান ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাকরন। তার মতে, পিএসজিকে ইউরোপীয় শিরোপা জেতাতে সাহায্য করতে পারবেন জিদান।

ম্যাকরন বলেন, জিনেদিন জিদানের সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু তার গুণে আমি মুগ্ধ। তার মতো বড় মাপের একজনকে আমাদের ক্লাবগুলোর জন্য চাইতেই পারি। ফরাসি ফুটবলে আমাদের এমন খেলোয়াড় আর কোচদের দরকার, যারা শিরোপা জিততে পারে। সেটা আমাদের ক্লাবগুলোকে সমৃদ্ধ করবে।

এদিকে কিলিয়ান এমবাপ্পেকে পিএসজিতে থাকতে রাজি করিয়েছিলেন ম্যাকরন, এমনটাই গুঞ্জন আছে ফ্রান্সের সংবাদমাধ্যমে। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির রাষ্ট্রপতি।

ম্যাকরন বলেন, এমবাপ্পের সঙ্গে আমার কথা হয়েছিল। তবে সে নিজের বিবেককে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এমবাপ্পে দেখিয়েছে সে পরিণত হয়ে উঠেছে। নিজের ক্যারিয়ারের দিকেই সে মনোযোগী। তার দায়িত্বজ্ঞান আছে, আর সে দলের প্রতি নিবেদিতও। সূত্র: স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply