Site icon Jamuna Television

‘বিএনপির পরাজয়ের ধারা শুরু, খুলনা নির্বাচনই তার প্রমাণ’

ওবায়দুল কাদের- ফাইল ছবি

বিএনপির পরাজয়ের ধারা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, খুলনা ও বার কাউন্সিলের নির্বাচন তার প্রমাণ। জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি সরে দাঁড়ানোর পরিকল্পনা করছে কি না তাই এখন দেখার বিষয়। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনিস্টিটিউশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার সাথে নির্বাচনের কোন সর্ম্পক নেই। আইন তার নিজস্ব গতিতে চলছে বলে এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জামিন প্রমাণ করে দেশের বিচার বিভাগ কতোটা স্বাধীন। আওয়ামী লীগ ছাড়া সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ ভালো কোন বন্ধু নেই বলেও উল্লেখ করেন তিনি।

Exit mobile version