Site icon Jamuna Television

মেক্সিকোয় মিললো ৮০০ মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ, হতো মাদক পাচার

ছবি: সংগৃহীত

বিশাল এক সুড়ঙ্গের সন্ধান মিলেছে মেক্সিকোর তিহুয়ানা সীমান্তে। প্রায় ৮’শ ফুট দীর্ঘ এ সুড়ঙ্গ দিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করা হতো মাদক। সম্প্রতি, সীমান্ত এলাকায় পরিচালিত এক তল্লাশিতে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে মেক্সিকান পুলিশ। খবর বিবিসির।

দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, একটি বাড়ির মেঝে থেকে শুরু হয়েছে এ সুড়ঙ্গ, পৌঁছেছে যুক্তরাষ্ট্র সীমান্তে। দীর্ঘ এ সুড়ঙ্গ তৈরি করা হয় মূলত রেলের পাত দিয়ে। সুড়ঙ্গে রাখা হয়েছে ভেন্টিলেশন ও পর্যাপ্ত আলোর সুব্যবস্থা। এ নিয়ে এক মাসের কম সময়ে এ ধরনের দুটি সুড়ঙ্গের সন্ধান মিললো মেক্সিকোয়।

তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সাম্প্রতিক তথ্য বলছে, প্রতি বছরই এমন ডজনখানেক সুড়ঙ্গের সন্ধান পায় মেক্সিকো পুলিশ।

/এসএইচ

Exit mobile version