Site icon Jamuna Television

মাদক সেবনের অপরাধে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরে র‌্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭ জনকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার এএসপি আজমল হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহা পরিচালকের দিক নির্দেশনায় তারা মাদকের বিরুদ্ধে গত ০৪ মে হতে বিশেষ অভিযান শুরু করেন। এই মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নাটোর শহরের বিভিন্ন মাদক বিক্রয় ও সেবনের স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে ওইসব এলাকায় মাদক সংরক্ষণ ও প্রকাশ্যে সেবন করার অপরাধে ১৭ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আটককৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করলে আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট নাজমুল আলম তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার রায় হালসা গ্রামের ইনছান সাহার ছেলে মিন্টু, নাটোর শহরের স্টেশন বাজার এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে দিল মহম্মদ কাজল, উত্তর চৌকিরপাড় মহল্লার মৃত গৌড় সরকারের ছেলে সুকুমার সরকার, কান্দিভিটার মৃত নঈম উদ্দিন খানের ছেলে মোনায়েম খান, দক্ষিন বড়গাছার শরিয়ত উল্লাহ শেখের ছেলে সালমান শেখ, স্টেশন বড়গাছার আবু তাহেরের ছেলে আব্দুল হাকিম, মাদ্রাসা মোড় এলাকার খবির উদ্দিন আহমেদের ছেলে রাব্বি হাসান,বলারি পাড়ার আইয়ুব আলীর ছেলে মামুনুর রহমান, চক বৈদ্যনাথ এলাকার আমিনুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম কানন, চক বৈদ্যনাথ এলাকার আমজাদ হোসেনের ছেলে শাকিল আহমেদ, গোবিন্দপুর ডাল সড়ক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে ইয়াছিন আলী,বাকশোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দিন, বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের ছেলে সোহান, লালপুর উপজেলার ওয়ালিয়া পুর্বপাড়া গ্রামের কোরবান আলী প্রামানিকের ছেলে আলমগীর হোসেন, নলডাঙ্গা উপজেলার মোমিনপুর আসাম পাড়ার আমজাদ খানের ছেলে শাহামত খান,নওগাঁর আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা এবং নওগাঁর আত্রাইয়ের গুড়নই গ্রামের আব্দুল মালেকের ছেলে হাসান আলী ।

Exit mobile version