Site icon Jamuna Television

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া ছবি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ। তাদের স্থলাভিষিক্ত হচ্ছে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৯ জুন) সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভোটে নতুন এ পাঁচ দেশ নির্বাচিত হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এ দেশগুলো। ভারত ছাড়াও বাদ পড়েছে আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়ে।

প্রসঙ্গত, জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ, বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য। ভৌগলিক অবস্থানের ভিত্তিতে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তবে, এক্ষেত্রে দেশগুলোর সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন।

/এসএইচ

Exit mobile version