Site icon Jamuna Television

হঠাৎ আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী, উদ্দেশ্য ইরান ?

হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। বৃহস্পতিবার (৯ জুন) এমন এক সময় তিনি সেখানে গেলেন যখন ইরানের সাথে নিউক্লিয়ার অস্ত্র নিয়ে ২০১৫ সালে হওয়া চুক্তিটি নতুন করে বাস্তবায়নে তোড়জোড় চালাচ্ছে পশ্চিমা দেশগুলো।

এর আগে, ২০২০ সালে আব্রাহাম অ্যাকোর্ডের মাধ্যমে আরব আমিরাতের সঙ্গে প্রকাশ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরাইল। এ নিয়ে দ্বিতীয় বারের মত আরব আমিরাত সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

ইসরাইলের এক সরকারি ভিডিওবার্তা থেকে জানা যায়, নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। এসময় তারা বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে। দু’দেশের এ আলোচনায় ইরান বিশেষভাবে প্রাধান্য পাবে।

এদিকে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ইতোমধ্যেই ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে। ২০১৫ সালে বারাক ওবামার শাসন আমলে পশ্চিমাদের সাথে ইরানের পারমানবিক কর্মসূচি সীমিতকরণ নিয়ে একটি চুক্তি হয়। শর্ত ছিল ইরান পারমানবিক কর্মসূচি সীমিত করলে পশ্চিমারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।

কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসে এবং পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ইরান তার পারমানবিক কর্মসূচি সীমিতকরণ শর্ত থেকে বেরিয়ে যায়। এর ফলে ওই অঞ্চলে হামলা ও উত্তেজনা বেড়ে যায়। ২০১৫ সালেও ওই চুক্তির বিরোধিতা করেছিল ইসরাইল। তারা চায় ইরানের পারমাণবিক অস্ত্রের ওপর কঠোর বিধি নিষেধ।

এটিএম/

Exit mobile version