Site icon Jamuna Television

উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে মো. আজিমুল্লাহ (৩৩) নামক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন। তবে কী কারণে কারা হত্যা করেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি। জড়িতদের আটকে ক্যাম্পে ব্লক রেইড শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া গ্রহণ করেছে।

Exit mobile version