Site icon Jamuna Television

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমানদের উপর ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে ফরিদপুরে। শুক্রবার জুম্মার নামায শেষে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুর এর ব্যানারে কয়েক শ’ মুসল্লি চক বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মুসল্লিরা।

এসময় অন্যান্যের মধ্যে মাওলানা শামসুল হক, মুফতি মোস্তাফা কামাল, মুফতি কামরুজ্জামান টিপু, মাওলানা আবু নাসির, মুফতি মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দখলদার ইসরায়েল অধৈধ ভাবে জেরুজালেম দখল করে নিয়েছে। আমেরিকার সহায়তায় সেখানে রাজধানী ঘোষণা করেছে মুসলিমদের আঘাত দেয়ার উদ্যেশ্যে।

নিরস্ত্র ফিলিস্থানের মুসলিমরা এর প্রতিবাদ জানাতে গেলে, ইসরাইল বর্বর হামলা চালিয়ে নিরিহ শত শত মুসলিমদের হত্যা করছে।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, সময় এসেছে দখলদার ও অভিশপ্ত ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার।

বক্তারা এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অভিশপ্ত ইহুদিদের মদদদাতা আমেরিকার সাথেও সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

Exit mobile version