Site icon Jamuna Television

উজানের ঢলে প্লাবিত শেরপুরের নতুন নতুন এলাকা

উজানের ঢলে শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র, কাটাখালীসহ কয়েকটি নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে মহারশি নদীর পানি কিছুটা কমায় ঝিনাইগাতী উপজেলা সদর থেকে নেমে গেছে বানের জল।

গতকাল মহারশি নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে ঝিনাইগাতী সদরের বিভিন্ন সরকারি অফিসসহ বাসাবাড়িতে। এদিকে, নিম্নাঞ্চলের বির্স্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বানের পানিতে ডুবে গেছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। পানিতে তলিয়ে রয়েছে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী তীরবর্তী এলাকাগুলোও ।

এদিকে, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে তলিয়ে যাচ্ছে রংপুরের বিভিন্ন চরের নিম্নাঞ্চল। বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলাতেও প্রবেশ করছে বানের পানি। তলিয়ে গেছে ধান, পাট, বাদাম, সবজিসহ বিভিন্ন ফসল।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, উত্তর পূর্বাঞ্চল সুরমা-কুশিয়ারাসহ নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি।

/এডব্লিউ

Exit mobile version